বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

আফগানিস্তানঃমাজারি শরীফের হজরত আলী (রাঃ)মসজিদ ও বন্দে আমীরের ৬টি নৈসর্গিক হ্রদ।

                                              হযরত আলী(রাঃ) মসজিদ।
আমরা আফগানিস্তানকে শুধু যুদ্ববিধংস দেশ বলে জানি।প্রকৃতপক্ষে দেশটি কাস্মীরের মতো সুন্দর।আপাতদৃস্টিতে উষর এই দেশটিতেও অনেক সুন্দর দর্শনীয় জায়গা আছে।মাজারি শরিফ আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী ও দেশটির ৪র্থ বৃহত্তম শহর।শহরটি কাবুলের উত্তরদিকে উজবেকিস্তানের সীমান্তসংলগ্ন।শহরের উত্তরদিকে আমুদরিয়া নদী আফগানিস্তান ও উজবেকিস্তানকে পৃথক করেছে।নদী পেরোলেই উজবেকিস্তানের তিরমীজ নগরী। মাজারি শরীফ শহরের কেন্দ্রস্থলেই আছে হজরত আলী (রাঃ)মসজিদ বা ব্লু মসজিদ।মুসলিম স্থাপত্য নিদর্শন বা তিমুরীয় স্থাপত্য নিদর্শন এর এক অপুর্ব দৃস্টান্ত।যদিও শিয়া মুসলিমদের একাংশ মনে করে এ মসজিদেই আছে আলী(রাঃ)এর কবর,তথাপি ওনার প্রকৃত কবর হলো ইরাকের নাজাফে।শহরের অধিকাংশ অধিবাসী তাজিক বংশোদ্ভুত।ছবি দেওয়া হলো।
এবার বলবো আফগানিস্তানের মধ্যাঞ্চলে অবস্থিত ৬টি অপুর্ব নীল হ্রদের কথা।খনিজ সমৃদ্ব ৬টি হ্রদ ৩০০০মিঃ উচ্চতায় হিন্দুকুস পর্বতমালায় অবস্থিত।বামিয়ান হতে ৭৫কি;মি; উত্তরপশ্চিমে এটির অবস্থান।হ্রদগুলোর নাম ১,বন্দে ঘোলামান।২,বন্দে কাম্বার।৩,বন্দে হায়বত।৪,বন্দে পনির।৫,বন্দে পুদিনা ও ৬,বন্দে জুলফিকার।ছবি দেওয়া হলো।

                                                       ব্লু মসজিদ বা হযরত আলী(রাঃ) মসজিদ

                                                                       বন্দে আমীর

                                                                        বন্দে পনীর।































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...